নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
বিজেপি সরকারের অনৈতিক কৃষি বিল, পেট্রোল, ডিজেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথযাত্রা ও বিক্ষোভ মিছিল করল মালতিপুর বিধানসভার তৃণমূলের মহিলা সংগঠন।
এদিন মালতিপুর তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয় বিক্ষোভ মিছিলটি শুরু হয় যা গোটা মালতিপুর এলাকা পরিক্রমা করার পর দলীয় কার্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে এসে সমাপ্তি হয়। এদিনের ওই মিছিলে নেতৃত্ব দেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি।