চির বিদায় নিল মাওলানা ওয়ালী রহমানী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক
৭ টিভি বাংলা ডেক্স:
ইহ জগত থেকে পরলোকে পাড়ি দিলেন, বিহার উড়িষ্যা ও ঝাড়খণ্ডের আমীরে শরীয়ত ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্পাদক মোহাম্মদ ওয়ালী রহমানী।পিতা সাইয়্যেদ মিনাতুল্লাহ রহমানি একজন ইসলামিক পন্ডিত।
২০২০ সাল থেকে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক এবং খানকা রহমানি, মুঙ্গেরের সাজ্জাদা নাশিনের দায়িত্ব পালন করছেন।
ওয়ালী রহমানের জন্ম হাজার ১৯৪৩ সালের ৫ ই জুন মৃত্যুর সময় তার বয়স, ৭৭বছর।
এই বিখ্যাত ভারতের ইসলামিক পন্ডিতের মৃত্যুতে গোটা ভারত জুড়ে শোকাহত।
তথ্যসূত্র, উইকিপিডিয়া