Skip to content

বাদুড়িয়ায় বাবার হাতে ছেলে খুন! চাঞ্চল্য এলাকায়

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on skype
Share on email
Share on pinterest

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট:
বাদুড়িয়া ব্লক এর যশাইকাটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে বাবার হাতে খুন হল ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে প্রণীত দাস বাইশ বছর বয়েস প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ী ফিরত ও এলাকাতে নানা অসামাজিক কার্যকলাপে সাথে যুক্ত ছিল। আজ এমনই একটি ঘটনা নিয়ে গ্রামবাসীরা তার বাড়িতে এসে চড়াও হয়।তখনই তার মা তার ছেলেকে বকাবকি করলে। একটি ধারালো অস্ত্র নিয়ে পুত্র তার মাকে তাড়া করে এই ঘটনা দেখতে পেয়ে প্রমিতের বাবা প্রশান্ত দাস ধারালো অস্ত্র ছেলের হাত থেকে কেড়ে নিতে যায়। তখনই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছরের এই যুবকের ।বাদুড়িয়া থানার পুলিশ প্রশান্ত দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি হাসুয়া।স্বাভাবিকভাবেই এই ঘটনার পর চাঞ্চল্যে ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।