নিজস্ব প্রতিনিধি,
কিছুদিন আগেই কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গিয়ে দূরত্ব কমিয়ে এনেছে শিশির অধিকারী। অর্থাৎ তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক পাকাপাকিভাবে ছিন্ন হতে চলেছে। রাজ্যে বিধানসভা ভোট মিটলে তৃণমূল তার সংসদ খারিজের জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন জানাবে এমন আলোচনা শুরু হয়েছে।
তবে এই প্রবীণ রাজনীতিক নেতা শিশির অধিকারী কে রাজ্যপাল করার বিষয় গুরুত্ব দিয়ে ভাবনা-চিন্তা করছেন কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, দেশের পূর্বাঞ্চল পশ্চিমবঙ্গ লাগোয়া দুটি রাজ্য কেন্দ্র সরকারের ভাবনায় রয়েছে।
শিশির নিজেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানেনা। তবে তার কাছে রাজ্যপাল হওয়ার প্রস্তাব এলে তিনি তা ফেরাবেন না বললেই তার ঘনিষ্ঠ সূত্র বক্তব্য।