রাজেন্দ্র নাথ দত্ত,৭ টিভি বাংলা,মুর্শিদাবাদ : রাজ্যপাল জগদীপ ধনখড় মুর্শিদাবাদ সফরে এসে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
তিনি মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির ও হাজারদুয়ারী পরিদর্শন করে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,মুর্শিদাবাদের জেলাপরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের নিরাপত্তারক্ষী প্রত্যাহার নিয়ে সমালোচনা করেন। রাজ্য সংবিধানের বিধি মোতাবেক কাজ করছে না বলে মন্তব্য করেন।
নিজের সাংসদীয় অভিজ্ঞতা ব্যাক্ত করে রানাঘাটে সাংসদ জগন্নাথ সরকারকে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানাতে না দেওয়ার ঘটনার তীব্র নিন্দাও করেন। জনপ্রতিনিধিত্বের অধিকার খর্ব করা হচ্ছে বলে দাবী করেন।
পাশাপাশি দাবী করেন বেশ কিছু প্রশাসনিক আধিকারিকের আচরণ বদলেছে, আগামী তে আইন মোতাবেক প্রশাসন না চললে তাদের জন্যে খারাপ দিন অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।