সাকিব হাসান: গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার দক্ষিণ জগদ্দল পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেন, ৫টি এইচ.পি. সিলিন্ডার ও পাঞ্চিং মেশিন সহ ওজন মেশিন একটি। অভিযুক্ত ব্যক্তির নাম বিকাশ হালদার। পুলিশ অভিযান চলানোর সময় পুলিশের দল দেখে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত বিকাশ হালদার।