সাকিব হাসান, দঃ ২৪ পরগনা:
সোমবার দুপুরে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় দক্ষিণ ২৪ পরগনার ফলতার নীলাম্বরপুর সাঁপুইপাড়ায়। সেখান থেকেই মোস্ট ওয়ান্টেড ইয়াসিন দপ্তরীকে গ্রেফতার করে পুলিশ। ইয়াসিনের কাছ থেকে ১২ লিটার নিষিদ্ধ মাদক কোডিং উদ্ধার করেছে পুলিশ। ইয়াসিনের বিরুদ্ধে ১২টিরও বেশী মামলা আছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাধিক থানা এলাকায়। দীর্ঘদিন ফেরার ছিল সে। আজ গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে, আইসি গৌতম মিত্র বিশাল বাহিনী নিয়ে নীলাম্বরপুরের বাড়ি ঘিরে ফেলে। একটি ঘরের মধ্যে লুকিয়ে ছিল সে। তার পরেই হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
১২ লিটার নিষিদ্ধ মাদক গ্রেফতার এক।
RELATED ARTICLES