সাকিব হাসান, দঃ ২৪ পরগনা:
বারুইপুর পুরসভার তিন তিনবারের চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর বিরুদ্ধে বহিরাগত তকমা লাগিয়ে ব্যানার পোস্টার লাগানো শুরু করল তৃণমূল কর্মীরা। বারুইপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে তিন তিনবার কাউন্সিলর হয়ে তিনবারই বারুইপুর পুরসভার চেয়ারম্যান হয়েছেন শক্তি রায়চৌধুরী। দক্ষ প্রশাসক হিসেবে দলনেত্রীর কাছে সুনাম ও কুড়িয়েছেন তিনি। কিন্তু রবিবার সন্ধ্যায় তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের বিরুদ্ধে। পুরসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। তার আগেই বারুইপুর পুরসভা এলাকায় নির্বাচনের দামামা বেজে গেল। পুর ভোটে এবার ১৭ নম্বর ওয়ার্ডে এলাকার প্রার্থী চেয়ে রবিবার সন্ধ্যার পর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফেস্টুন টাঙাল ওই ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। ফেস্টুনে দাবি উঠল ১৭ নম্বর ওয়ার্ডে বহিরাগত প্রার্থীকে মানছি না, মানবো না। আমরা বহিরাগত প্রার্থী চাই না। এবার আমরা এলাকার প্রার্থীকেই চাই।
বারুইপুরে পুরসভার প্রার্থী নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, পড়ল ফেস্টুন ব্যানার।
RELATED ARTICLES