নিজস্ব সংবাদদাতা: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে আজ উত্তর ২৪ পরগনার অশোকনগরের বালিয়াডাঙায় রক্ত অর্পন শিবির ও বিশ্ব ক্যলাণের মুক্তির জন্য দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ও ঐ শাখা কমিটির সভাপতি আসগার আলি, সম্পাদক আজারুল মন্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
রক্তদান করেন একশো জনেরও বেশি মানুষ। আব্বাস সিদ্দিকী রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, সমাজকে সেবা করার ক্ষেত্রে রক্তদান এক মহত্তম কর্তব্য। এই কর্তব্য থেকে বিচ্যুত হওয়া চলবে না। গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়ে। এই চাহিদা পূরণে আমাদের সংগঠনকে বড় ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, এই সংগঠন সমস্ত বিভেদকামী শক্তির বিরুদ্ধে দেশের সেবায় সর্বোপরি মানবসেবায় নিয়োজিত থাকবে।
ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের রক্ত অর্পন শিবির ও বিশ্ব ক্যলাণের মুক্তির জন্য দোয়ার মাহফিল।
RELATED ARTICLES