সাকিব হাসান,জয়নগর:
দক্ষিণ ২৪ পরগনা বকুলতলা থানা এলাকার মনিরতটে হাওয়া ইটভাটা থেকে বাবা ও ছেলের কাছ থেকে উদ্ধার হল জাল নোট। ধৃতদের নাম হলো সুবীর দে ও সুমিত দে, বাড়ি হাওড়ার ডোমজুড় থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়া থেকে বাবা ছেলে ব্যবসায়িক লেনদেনের কাজে মনিরতটে এলাকায় মাঝে মাঝে আসতো। এদিন ওই ইটভাটায় লেনদেন করার সময় ওই জাল নোট গুলো তাঁরা দিয়েছিল। আর গোপন সুত্রে সেই খবর বকুলতলা থানার পুলিশের কাছে চলে আসে। তারা গিয়ে বৃহস্পতিবার তাদের হাতে নাতে ধরে। জাল নোট সহ বাবা ও ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
জাল নোট সহ ধৃত বাবা ও ছেলে।
RELATED ARTICLES