________________________________
সাকিব হাসান, জয়নগর:
আলোর রোশনাই ফিকে হয়ে আসে,
বাঁকা হাঁসিতে আকাশে তারারা ভাসে।
ঘোর অমানিশায় জোনাকির আলো এখন পথ দেখায়-
ক্লান্তিহীন পথ- নতুন ভাবে আঁধারে পথ চলতে শেখায়।
আবেগঘন হয়ে পড়া দিন,
চুকিয়ে চলে বাকি থাকা ঋন।
নাগরিক অধিকারে বাঁচে জাগ্রত হৃদয়,
অনড়,অচল লক্ষ্য পার হতে হবে অমানিশার অপরিচিত আজকের সন্ধ্যায়।
নভেম্বরে শীত জাঁকিয়ে বসছে ধিরে ধিরে,
শতবর্ষ পেরোনো আগুনে ও এখন হাত পা সেঁকা কঠিন হয়ে পড়ে।
বদলেছে সময়,
বদলানো পৃথিবীর বুকে শ্রেনীহীন সমাজের প্রত্যাশা এখন অন্ধকারময়।
কে দেখাবে পথ?
কার দৃপ্ত স্লোগান হবে পাল্টানো সময়ের শপথ?
এখন লেনিন মাস,
ধার্মিক ভক্তি নিয়ে শুধুই দীর্ঘশ্বাস।
ধার্মিক কোলাহলে অনেকে গুছিয়ে নিয়েছে বেশ-
ধার্মিক আড়ম্বড়ের হবে কবে শেষ?
বছরের প্রতিটি দিনেই আসুক লেনিন দিবস নেমে,
ধার্মিক আড়ম্বরের সান্মানিক বিসর্জনে।
লেনিন হলো ভোরের সূর্যদয়ের প্রথম আভা গোলাপ বাগিচায়,
লেনিন হলো বাঁচার স্বপ্ন,শোষন হীন সমাজের প্রত্যয়-
কাঁটাতার আর বিভেদের বেড়া ভেঙ্গে লেনিন হলো শ্রমিকের অভিন্ন হৃদয়।
দেশে দেশে প্রান্তরে লেনিন বাঁচে মুক্তি শিখায়।
প্রতিদিন পুরানো চেতনায় আঘাত হেনে নতুন চেতনার জন্ম দেয় লেনিন,
নতুন ভোর নতুন ভাঙ্গা,গড়ায় জন্ম নেবে সেদিন-
ভন্ডামি আর আলসতা বিলাসিদের শিকল ভেঙ্গে সর্বহারা মুক্তি পাবে যেদিন।
নতুন ভোরের অপেক্ষায় লেনিন বিনিদ্র রাত জাগে,
কখন আবার রাতের পর সোনালি আভায় প্রভাত দেখা যাবে?!