আজাদ আলী, ভাঙড়: দীর্ঘদিন দেশজুড়ে লকডাউনের ফলে বন্ধ ছিল সভা-সমিতি খেলাধুলো। মানুষ একেবারে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। এইরকম সময়ের মধ্যে মানুষকে একটু আনন্দ দেবার উদ্দেশ্যে জয়পুর আমুদিবালা স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে দিবারাত্রি 8 দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে আয়োজন করে।
ফুটবল খেলার সূচনা করেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম।
উপস্থিত ছিলেন,ভাঙড় ২ নং ট্রেড ইউনিয়ন সভাপতি জুলফিকার মোল্লা ,ভাঙড় ২ নং যুব সভাপতি কাশিফুল করুক খান, সহ এক ঝাঁক নেতারা।
ক্লাবের সদস্য আরাবুল মোল্লা বলেন, আমাদের এই আজকের খেলার মূল উদ্দেশ্য দীর্ঘদিন মানুষ ঘরবন্দি ছিল সকলকে আনন্দ দেওয়ার জন্যই আজকের এই খেলা। তাছাড়া সম্প্রীতি সম্প্রীতি বজায় রাখতে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই খেলার আয়োজন করেছি।
জয়পুর আমুদিবালা স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে দিবারাত্রি 8 দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট।
RELATED ARTICLES