সাকিব হাসান,জয়নগর:
গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি APDR এর গোচরন-দঃবারাসাত শাখা কমিটির পক্ষ থেকে প্রথম শাখা সন্মেলন অনুষ্ঠিত হয় জয়নগর থানার অন্তর্গত নারায়ণীতলা অঞ্চলের গোচরন গার্লস হাই স্কুলে সুদীপ্ত সেন মঞ্চে। গত এক বছর ধরে শাখা প্রস্তুতি কমিটি গড়ে কাজ চালাচ্ছিলো APDR এর নব্য গঠিত এই শাখাটি। এ বছর শাখাটি সন্মেলনের মধ্যে দিয়ে পূর্ন শাখা হিসাবে গঠিত হলো। আসমে বাঙালিদের উপর বিজেপি সরকারের অত্যাচারের বিরুদ্ধে সরব হয় এই সভা। এছাড়া অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সমস্ত রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি,ডিএম অ্যাক্ট প্রত্যাহার, জয়নগরের কুলপি রোর্ড সংস্কার সহ একাধিক দাবীতে আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয় এই সন্মেলনের মধ্যে দিয়ে।এই সন্মেলনের মধ্যে দিয়ে সংগঠনের নব নির্বাচিত সম্পাদক নির্বাচিত হয় সঞ্চিতা আলি,সভাপতি হয় তন্ময় মন্ডল ও সহ সম্পাদক শুভ্র মল্লিককে করে ৯ জনের নতুন কার্যকারী কমিটি গঠিত হয়। এবং নব নির্বাচিত সম্পাদক শুভ্র মল্লিক সহ অন্যান্যরা বলেন সারা দেশ তথা রাজ্যজুড়ে শ্রমজীবী দলিত আদিবাসী সংখ্যালঘু জনগন ও অধিকার আন্দোলনের কর্মীদের উপর লাগাতার হিন্দুত্ববাদী, ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক আক্রমণ, শ্রমজীবী মানুষের ন্যায্য আন্দোলনের উপর হামলা নামিয়ে, মিথ্যে মামলা সাজিয়ে বিরুদ্ধ কন্ঠস্বর রোধের রাষ্ট্রীয় প্রচেষ্টার বিরুদ্ধে এবং গোচরণ-দক্ষিণ বারাসাত সংলগ্ন এলাকা ও সুন্দরবনের শ্রমজীবীশ্রেণি, প্রতিটি প্রান্তিক মানুষের খাদ্য-স্বাস্থ্য-শিক্ষা-জীবিকার অধিকারের দাবিতে ৩ অক্টোবর এপিডিআর, গোচরণ-দঃ বারাসাত শাখার প্রথম তাদেই এই ‘সম্মেলন’!
APDR-এর দঃবারাসাত শাখা কমিটির প্রথম শাখা সম্মেলন অনুষ্ঠিত হল!
RELATED ARTICLES