সাকিব হাসান:
আজ পাটনা তে বিহার AISF এর রাজ্যস্তরীয় সাংগঠনিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলার নেতৃস্থানীয় কমরেড দের নিয়ে! উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভিকি মহেশ্বরি, প্রাক্তন দুই সাধারণ সম্পাদক কমরেড বিশ্বজিৎ কুমার, বিজয়েন্দ্র কেশরী, প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ রাই সহ অন্যান্য নেতৃত্ব! এদিন তারা বলেন গোটা অক্টোবর মাস জুড়ে AISF এর সদস্যপদ অভিযান চালানো হবে বিহার জুড়ে এবং বিহারের প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ছাত্রের জন্য শিক্ষার নিশ্চয়তা ও ছাত্রসংসদ নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন শুরু করবে AISF বিহার রাজ্য পরিষদ!
AISF রাজ্যস্তরীয় সাংগঠনিক সাধারণ সভা অনুষ্ঠিত হল!
RELATED ARTICLES