সাকিব হাসান, বারুইপুর:
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীরা টাকা নিয়ে রোগীদের পরিষেবা দেওয়ার অভিযোগ তুললেন রোগীর আত্মীয়রা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতালে। হাসপাতালের নিরাপত্তারক্ষীর মারে মাথা ফাটলো রোগীর আত্মীয়দেরও। ঘটনাস্থলে বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টা এক নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করেন রোগীর আত্মীয়রা এবং মারধর করা হয় হাসপাতালের আরো এক কর্মীকে। ইতি মধ্যে এই ঘটনায় চারজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। বুবাই গায়েন নামে পিয়ালির এক বাসিন্দা তার ১০ দিনের শিশু কে নিয়ে গত শনিবার বারুইপুর হাসপাতালে শিশু বিভাগে ভর্তী করেন। বুধবার সকালে বুবাই গায়েনের আত্মীয়রা তার স্ত্রীর জন্য ডাব ও আখের রস নিয়ে হাসপাতালে প্রবেশ করার সময় নিরাপত্তারক্ষীদের বাঁধার মুখো মুখি পড়েন। নিরাপত্তারক্ষীদের বক্তব্য ভিতরে ডাব নিয়ে প্রবেশ করা যাবেনা। তার পরেও বুবাই গায়েন নিজেই ভিতরে যাওয়ার জন্য আবেদন করেন এবং বলেন তার কাছে আলাদা কোন পাত্র নেই তাই এই ভাবে নিয়ে এসেছি। তখনই এক নিরাপত্তারক্ষী তাকে বাধা দেওয়ার কারনে শুরু হয় বচসা তাদের মধ্যে। বুবাই গায়েনের অভিযোগ সেখানেই তাকে মারতে মারতে একটি ঘরের মধ্যে নিয়াযায় এবং সেখানে কয়েকজন সিকিউরিটি গার্ড মিলে বুবাইকে বেধড়ক মারধর করেন। এই ঘটনার পরেই অন্যান্য রোগীর পরিবারেরা উত্তেজিত হয়ে পড়েন। সুইপার থেকে সিকিউরিটি গার্ড ও হাসপাতালে অন্যান্য কর্মীরাও তাদের কাছে থেকে জোর করে টাকা আদায় করার অভিযোগ করলেন রোগীর আত্মীয় ও পরিবারের লোকজন। সেই সময় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে চারজন কে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে রোগীর পরিবারদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নিরাপত্তারক্ষীরা।
হাসপাতালের কর্মীরা টাকা নিয়ে রোগীদের পরিষেবা দেওয়ার অভিযোগ! মাথা ফাটলো রোগীর আত্মীয়দের।
RELATED ARTICLES