সাকিব হাসান,সোনারপুর:
করোনা মহামারি ও বন্যায় অনেক মানুষের খাবারের সংস্থানটাও কেড়ে নিয়েছে! ছোট ছোট ছেলে মেয়েগুলো কিন্তু এসব বোঝেনা! ওরা হয়তো লোকের দেখে বায়না করবে! ওদের বাবা-মায়ের হাতে খুব সামান্য কিছু সামগ্রী তুলে দিলেন সোনারপুর প্রচেষ্টা পরিবার! প্রায় ১৫০ জন দুস্থ পরিবারের হাতে তুলে দিলেন, শিশুদের জন্য নতুন বস্ত্র,বিস্কুট,চকলেট! মহিলাদের জন্য নতুন শাড়ি ও বয়স্কদের জন্য টি শার্ট! প্রচেষ্টা পরিবারের প্রেসিডেন্ট বুম্বা ভট্টা চার্য বলেন তাছাড়া এই প্রচেষ্টা পরিবার কাজটি সম্পূর্ণ করার জন্য বহু মানুষের কাছে থেকে সাহায্য পেয়েছে! এদিন উপস্থিত ছিলেন প্রচেষ্টা পরিবারের সেক্রেটারি- পুষ্পা ভট্টাচার্য ও সহ সভাপতি সঞ্জীব দাস সহ আরো অনেকে! এই প্রচেষ্টা পরিবার পক্ষ্য থেকে জানানো হয় তাদের পরবর্তী পোগ্রাম ( শাড়িতে নাড়ি ) সোনারপুরে!
সোনারপুর প্রচেষ্টা পরিবারের পঞ্চাশতম কাজ সম্পন্ন হলো ঢোলারহাট বিজন নগর গ্রামে!
RELATED ARTICLES