সাকিব হাসান, কুলতলী: সুন্দরবনে জীবন-জীবিকার তাগিদে মৎস্যজীবী ও মৌলের বাঘের আক্রান্ত হন। বাঘে আক্রান্ত পরিবাররা দীর্ঘদিন ধরে সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত।
১) তাদের সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা করা, ২) মাসে ন্যূনতম ১০ হাজার টাকার পারিবারিক পেনশনের ব্যবস্থা করা,
৩) আক্রান্তের পরিবারের সব শিশুদের শিক্ষার সমস্ত দায়ভার সরকারকে নিতে হবে, ৪) পরিবারের একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আজ এপিডিআর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা এবং এইচডি কুলতলির চিতুরি বনদপ্তরে বিক্ষোভ-ডেপুটেশন।
সুন্দরবনে বাঘে আক্রান্ত পরিবারদের এক গুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন APDR-এর!
RELATED ARTICLES