সাকিব হাসান,সোনারপুর:
রাজপুর টাউন এর সভাপতি কে ? এবার এই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে দলের অন্দরে। সম্ভবত, আগামী ডিসেম্বর মাসেই ঘোষণা হয়ে যেতে পারে পৌরসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর সেই সম্ভাবনা বুঝেই বিভিন্ন কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা-নেত্রীরা নেমে পড়েছেন মাঠে ময়দানে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের রাজপুর টাউন সভাপতি পদ কে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আর এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠল পোস্টারে নিজেদের পদ লেখা কে কেন্দ্র করে । দুর্গাপূজা থেকে বিজয়ারএবং কালীপূজা পর্যন্ত বিভিন্ন উৎসবের শুভেচ্ছা বার্তা দেওয়া হচ্ছে ফেস্টুন ব্যানার এর মাধ্যমে। একদিকে নিজেকে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি দাবি করে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন কুহেলি ঘোষ। অন্যদিকে নিজেকে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দাবি করে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন দলের বর্ষিয়ান নেতা শিবনাথ ঘোষ ওরফে শিবু ঘোষ। শিবু ঘোষ ও কুহেলি দেবীর এহেনদ্বন্দ্বে অস্বস্তিতে দল। দীর্ঘদিন এই অঞ্চলের দলীয় সভাপতি ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা শিবু ঘোষ। সম্প্রতি জেলা নেতৃত্ব সাংগঠনিক দিক দিয়ে অনেক ঢেলে সাজিয়েছেন। আর এই ঢেলে সাজানোর ফলে কুহেলি ঘোষ কে দায়িত্ব দেয়া হয় রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে। ওয়েবসাইটে কুহেলি দেবীর নাম আপলোড করা হয়। অন্যদিকে শিবু বাবু দাবি করেছেন মুখ্যমন্ত্রীর পিয়ে তাকে সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন সে হিসেবে তিনি কুহেলি ঘোষকে মেনে নিতে পারছেন না। সব মিলিয়ে এখন পোস্টার বিতর্ক চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দলে।
শুভেচ্ছায় ফেস্টুন-ব্যানার দেওয়ার জেরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।
RELATED ARTICLES