নিজস্ব প্রতিবেদক, শান্তিপুর : শান্তিপুর সহ দিনহাটা,গোসাবা এবং খড়দহ চারটি কেন্দ্রেই তৃনমূল কংগ্ৰেস জিতবে, তাসত্ত্বেও শান্তিপুর বিধানসভা কেন্দ্রের প্রতি রাজ্য বাসীর আগ্ৰহ বেশী।এই কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে বিজেপি ছিনিমিনি খেলেছে।তাদের মতামত কে গুরুত্ব দেয়নি এখানকার বিজয়ী প্রার্থী,ফলে এর জবাব ৩০ শে অক্টোবর ভোট বাক্সে দেবেন শান্তিপুরের জনগন। নির্বাচনী প্রচারে প্রধান প্রতিপক্ষ বিজেপিকে এভাবেই তোপ দাগলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। ২৬ শে অক্টোবর শান্তিপুরে দলীয় প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে নির্বাচনী সভা করেন অভিষেক বন্দোপাধ্যায়।এদিনের সভায় অভিষেক বন্দোপাধ্যায় আরো বলেন,মা মাটি মানুষের সরকার মানুষের জন্য কাজ করে আর বিজেপি নিজেদের আখেড়ে গোছানোর জন্য ব্যস্ত,দুটি দলের মধ্যে সাধারণ পার্থক্য এই,এবার শান্তিপুরের ভোটাররাই সিদ্ধান্ত নেবেন,তারা কাকে জিতিয়ে আনবেন। তৃনমূল কোন জাতপাত ধর্মের ভিত্তিতে রাজনীতি করেনা, সর্ব ধর্ম সমন্বয় সাধন ই তৃনমূলের একমাত্র লক্ষ্য। শান্তিপুরের ঘরের ছেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশির্বাদ ধন্য সুশিক্ষিত শান্তিপুর বাসীর অত্যন্ত আপনজন ব্রজ কিশোর গোস্বামী কে জয় যুক্তের মধ্য দিয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক শক্তিকে মজবুত করুন, আগামী দিনে শান্তিপুরের সার্বিক উন্নয়নে এলাকার বিধায়ক সর্বদা আপনাদের পাশে থাকবে,সে অধর্ম কোন দলে পালিয়ে যাবে না বা দল থেকে পদত্যাগ ও করবে না।
শান্তিপুর উপ নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে সারা রাজ্য : অভিষেক বন্দোপাধ্যায়।
RELATED ARTICLES