নিজস্ব প্রতিনিধি:
উত্তর প্রদেশের লাখিম পুর খিরিতে কৃষকদের উপর যে অমানবিক নাক্ক্যারজনক অত্যাচার হয়েছে তার প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়ান ফারমার্স ফ্রন্টের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়ে ছিল। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী।
লাখিম পুর খিরিতে কৃষকদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়েছেন ইন্ডিয়ান ফারমার্স-এর পক্ষ থেকে!
RELATED ARTICLES