নিজস্ব সংবাদদাতা: ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে দশমীর দিন বিকেল বেলায় সংলগ্ন এলাকার রেললাইনে দাঁড়িয়েছিল এক কিশোর। আর রেললাইন থেকে কিছুটা দূরে দুইজন কিশোর মোবাইল এর মাধ্যমে ভিডিও করছিল। তিনজনই ভিডিও নিয়ে মগ্ন ছিল। সেই সময় আচমকা একটি ট্রেন রেল লাইনে দাঁড়িয়ে থাকা কিশোরকে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং কিশোরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এ ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
রেললাইনে দাঁড়িয়ে ভিডিও শুট করার সময় মর্মান্তিক পরিণতি হলো একজন কিশোরের।
RELATED ARTICLES