৭ টিভি ডেস্ক:
গতকাল মুম্বাই থেকে গোয়ার দিকে যাচ্ছিল একটি ক্রুজ। এনসিবির আধিকারিকদের কাছে আগে খবর ছিল সেখানে মাদক পার্টি হওয়ার কথা রয়েছে। এই কারণে বিশেষ অভিযান চালায় এনসিবির আধিকারিকরা। অভিযান চালিয়ে মোট ১০ জনকে আটক করে। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে যে ১০ জনকে আটক করা হয়েছে তার মধ্যে বলিউডের এক তারকার পুত্র রয়েছেন।
তিনি হলেন বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান । তবে তাকে গ্রেফতার করা হয়নি। এনসিবির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করার কথা জানা গিয়েছে।
প্রসঙ্গত এনসিবির আধিকারিকরা যখন অভিযান চালায় ওই ক্রুজ এ তখন সেখানে মাদক পার্টি চলছিল। পার্টির মধ্যে অনেকেই মাদক সেবন করেছিলেন। কারোর জামার কলার থেকে, কারোর হ্যান্ডব্যাগের হাতেল থেকে, আবার কারোর প্যান্টের সেলাই থেকে মাদক উদ্ধার করেন আধিকারিকরা। প্রসঙ্গত এই পার্টিতে প্রবেশ এর মূল্য ছিল জনপ্রতি 5 লক্ষ টাকা।