সাকিব হাসান, বারুইপুর:
আবারও পুলিশের জালে দুই ছিনতাই কারি! পুজোর আগে ছিনতাই করে মোটা টাকা আয়ের ধান্দা করেছিল দুই ছিনতাইকারী। বাইক নিয়ে ক্যানিং -এর জীবনতলা রোডে সেজন্য রাস্তায় ঘুরছিল তারা। শিকারের জন্য ওত পিতে ছিল বোদরা-দেউলি রোডে। যদিও তাদের ধরার জন্য পাল্টা গুটি সাজিয়েছিল জীবনতলা থানার পুলিশ। ছিনতাই করার আগে ওই দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম রফিকুল মোল্লা ও মোফিজুল গাজী। রফিকুলের বাড়ি জীবনতলা থানার মল্লিকাটিতে এবং মোফিজুলের বাড়ি সন্দেশখালি থানার হাজির হাটখোলাতে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি গুলি পাওয়া গেছে। ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করেছে তারা ছিনতাই করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে বার হয়েছিল। দুজনকেই শুক্রবার বিকালে জীবনতলা থানার অন্তর্গত বোদরা –দেউলি রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শনিবার আলিপুর জেলা আদালতে পাঠান হলে তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের জিঞ্জাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে এই চক্রে আর কারা জড়িত আছে।
ছিনতাই করার আগে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ।
RELATED ARTICLES