৭ টভি ডেস্ক:
স্যাব টিভির ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক তারাক মেহতা কা উল্টা চশমা অভিনেতা রবিবার সন্ধ্যায় প্রয়াত হলেন ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়ক। বেশ কিছুদিন ধরেই ক্যানসার আক্রান্ত ছিলেন ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক। মাঝে শ্যুটিং থেকেও নিয়েছিলেন সাময়িক বিরতি। রবিবার বিকেলে ‘নটু কাকা’র চলে যাওয়ার কথা জানালেন ‘তারক মেহেতা’র প্রযোজক অসিত কুমার মোদী। ২০২০ সালেই নটু কাকা ওরফে ঘনশ্যমের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর আসে। তারপর থেকে শারীরিক অবস্থার জন্য ৪ মাসের বিরতি নিয়েছিলেন তিনি।রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ধারাবাহিকের গল্প অনুসারে দেখানো হয়েছিল, লকডাউনে গ্রামে আছে নটু কাকা। করোনার জন্য তাকে মুম্বই আসতে দিচ্ছে না জেঠালাল। সেখান থেকেই সে জেঠালালের ইলেকট্রনিক্সের সব ব্যবসার দেখভাল করছে। যদিও কয়েক মাস আগেই আবার তাঁকে নিয়মিত দেখা যাচ্ছিল ধারাবাহিকে।তার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে ধারাবাহিক জগতে।
চলে গেল ‘নটু কাকা’! ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত ‘তারক মেহতা’র ঘনশ্যাম নায়েক!
RELATED ARTICLES