৭ টিভি ডেস্ক: পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার অন্যতম ঐতিহাসিক পর্যটক ফাঁসি ডাঙ্গা” পর্যটনস্থল উদ্বোধন করেন জেলাশাসক রশ্মি কমল। জেলা বাসীদের দীর্ঘদিনের অপেক্ষার পরে পশ্চিম মেদিনীপুর অন্যতম ঐতিহাসিক পর্যটন হিসাবে চন্দ্রকোনা ফাঁসির মঞ্চকে পার্ক তৈরি করা হয়েছে। উনবিংশ শতাব্দীর সেই কুখ্যাত ও ঐতিহাসিকদের মঞ্চ কে কেন্দ্র করে গড়ে ওঠা পার্টিকে খুলে দেওয়া হলো সর্ব সাধারন মানুষের জন্য। পুজোর আগেই এ পার্কের উদ্বোধন ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ডাঃ রশ্মি কমল, উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ সহ আরো অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা গেছে চন্দ্রকোনা ফাঁসির মঞ্চে পার্টি তৈরি করতে আনুমানিক খরচ হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা।
চন্দ্রকোনার অন্যতম ঐতিহাসিক পর্যটক ফাঁসি ডাঙ্গা” পর্যটনস্থল উদ্বোধন করেন জেলাশাসক রশ্মি কমল!
RELATED ARTICLES