৭ টিভি ডেস্ক: এয়ার ইন্ডিয়া ক্রয় করার জন্য অন্যান্য সংস্থার পাশাপাশি টাটা নিজেদের দরপত্র জমা দিয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এর দপ্তর থেকে জানানো হয়েছে যে সর্বোচ্চ দর প্রদান করেছে টাটা। তারা ১৮ হাজার টাকার বিনিময় এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করেছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে রতন টাটা টুইট করে লিখেছেন ওয়েলকাম এয়ার ইন্ডিয়া। প্রসঙ্গত ১৯৩২ সালে এয়ার ইন্ডিয়া টাটার হাত ধরে পথ চলা শুরু করেছিল। এরপর ১৯৪৬ সালে এয়ার ইন্ডিয়ার নাম পরিবর্তন হয়।