নিজস্ব প্রতিবেদন: পুজোর পর ধীরে হলেও রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। তার মধ্য়েই সোমবার উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে রাজ্যে স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নভেম্বরের ১৫ তারিখ থেকেই খুলে যাবে স্কুলে তালা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।প্রায় দেড় বছর বন্ধ রাজ্যের সব স্কুল-কলেজ। পঠনপাঠান বন্ধ, যেটুক হচ্ছে তা চলছে অনলাইনেই। সংক্রমণ কমলেই স্কুল খোলার পরিকল্পনার কথা মাথায় ছিল রাজ্য সরকারের। বন্ধ হয়ে থাকা স্কুল-কলেজ সাফ করা জন্য প্রয়োজনীয় টাকাও বরাদ্দ করে দেওয়া হয়েছিল। তারপর আজ মুখ্য সচিবকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, স্কুল খোলার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হোক। উল্লেখ্য, পুজোর আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, উত্সব শেষ হলে রাজ্যে স্কুল-কলেজ খোলার ব্যাপারে উদ্যাগ নেওয়া হবে। সোমবার মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে টিকাকরণ। কোনও ভ্যাকসিনই পায়নি পড়ুয়ারা। ফলে বিষয়টি ভাবাচ্ছে শিক্ষা দফতরকে। এখনওপর্যন্ত ঠিক হয়েছে, সব ক্লাস নয়, খোলা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা পৌঁছে যাবে সোমবার বিকেল বা মঙ্গলবার সকালের।কী রয়েছে এওই নির্দেশিকায়? রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর , স্কুল খোলার আগে কীভাবে স্যানিটাইজ করতে হবে, কোভিড বিধি মেনে কীভাবে ক্লাস চালানো হবে তার পথ নির্দেশ থাকছে। জানা যাচ্ছে সব শ্রেণির ক্লাস সব দিন হবে না। কবে কোন ক্লাস হবে তা স্কুলগুলিই ঠিক করবে তাদের পরিকাঠামো ও ছাত্র সংখ্যার উপরে নির্ভর করে। স্কুলে প্রার্থনা, টিফিন, খেলা বন্ধ থাকবে। দশম ও দ্বাদশ শ্রেণির ডাউট ক্লিয়ারিংয়ের উপরে জোর দেওয়া হবে। পরিস্থিতি অনুকুল থাকলে মার্চ বা এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হতে পারে।
আগামী ১৫ নভেম্বর থেকে খুলছে স্কুল, পঠনপাঠন হবে কোন কোন ক্লাসের!
RELATED ARTICLES